Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

রেকর্ড ছাড়িয়ে গেল অমি‍‍`র “হোটেল রিল্যাক্স

মো. সোহাগ বিশ্বাস

মো. সোহাগ বিশ্বাস

মে ৪, ২০২৩, ০৬:২১ পিএম


রেকর্ড ছাড়িয়ে গেল অমি‍‍`র “হোটেল রিল্যাক্স

সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রিপশন বিক্রির রেকর্ড গড়ল বঙ্গ-এর প্রিমিয়াম ওয়েব সিরিজ "হোটেল রিল্যাক্স"। সিরিজটি নির্মাণ করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরেফিন অমি। ঘটনাক্রমে বিয়ের কনে, ডাকাত, কাপড় ব্যবসায়ী, পকেটমার, জালিয়াত সহ বিভিন্ন পেশার মানুষ হোটেল রিল্যাক্স নামের ঢাকার এক অখ্যাত হোটেলে ওঠে। তারপর সেই হোটেলে ঘটতে থাকে একের পর এক হাস্যরসাত্মক ঘটনা।

ইদ-উল-ফিতর উপলক্ষ্যে বঙ্গ-তে মুক্তি পায় ৬ পর্বের "হোটেল রিল্যাক্স", যার এক্সক্লুসিভ পেমেন্ট পার্টনার বিকাশ। সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা, মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, তানিম মৃধা, পারসা ইভানা, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আব্দুল্লাহ রানা, সুমন পাটোয়ারী, লামিয়া লাম, শিমুল শর্মা এবং আরো অনেকে।

২৪ এপ্রিলে মুক্তি পাওয়ার পর থেকেই “হোটেল রিল্যাক্স" একের পর এক বঙ্গ-এর রেকর্ড ভেঙে চলেছে। মুক্তি পাওয়ার ১০ দিনের মাথায় সিরিজটি ৩ কোটি মিনিটের বেশি সময় দেখা হয়েছে। ২ লাখেরও বেশি দর্শক “হোটেল রিল্যাক্স" দেখার জন্য বঙ্গ-এর সাবস্ক্রিপশন কিনেছেন এবং সিরিজটি ৪০ লাখেরও বেশি বার প্লে করা হয়েছে। 
"হোটেল রিল্যাক্স সম্পর্কে বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, "হোটেল রিল্যাক্স" আমাদের প্রিমিয়াম ওয়েব সিরিজ, যেটা আমরা পে-পার-ভিউ (টিভিওডি) মোডে রিলিজ করেছি।
নিজের প্রথম ওয়েব-সিরিজ সম্পর্কে অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই ডার্ক কিংবা থ্রিলারধর্মী। আমি সেদিকে না গিয়ে আমার দর্শকদের কমেডির মাধ্যমে ভরপুর বিনোদন দিতে চেয়েছি। আমার ধারণা, বাংলাদেশে এধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ হয়নি।

Link copied!