Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

শখ পূরণ করতে গিয়ে মৃত্যু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৬, ২০২৩, ০৮:৫৩ পিএম


শখ পূরণ করতে গিয়ে মৃত্যু

মাত্র ২৩ বছর বয়সেই প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ার। ঘোড়ায় চড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে ।
ঘোড়ায় চড়া এই মডেলের একটি শখ ছিল। কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। এ সময় ঘোড়া থেকে উল্টে পড়ে চাপা পড়ে মারাত্মক আহত হন সিয়েনা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও একপর্যায়ে কোমায় চলে যান তিনি। পরে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাননি।
শেষ পর্যন্ত সিডনির ওয়েস্টমিড হাসপাতালের চিকিৎসকরা জানান, সিয়েনার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। পরে পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও একই কথা জানিয়েছে।

 ২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন সিয়েনা। যদিও তার আগে থেকেই মডেল হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। সিয়েনা শহরের মেয়ে হলেও গ্রামের জীবন তার খুব পছন্দের ছিল। সেই সঙ্গে ভালোবাসতেন ঘোড়ায় চড়তে।

সোহগ বি
 

Link copied!