Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চিত্রনায়ক ফারুকের লাশ ঢাকায় পৌঁছেছে

বিনোদন ডেস্ক

মে ১৬, ২০২৩, ১০:৩৪ এএম


চিত্রনায়ক ফারুকের লাশ ঢাকায় পৌঁছেছে

ঢাকায় পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের লাশ।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এদিন বেলা ১১টায় নায়ক ফারুকের লাশ নেওয়া হবে শহীদ মিনারে। সেখান থেকে সাড়ে ১২টায় এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদজোহর এফডিসিতে জানাজার পর লাশ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। 

সেখানে বাদ-আসর জানাজা হবে। এরপর তার লাশ নিয়ে যাওয়া হবে অভিনেতার জন্মস্থান কালীগঞ্জে। সেখানেই পারিবারিক কবরস্থানে ফারুকের লাশ দাফন করা হবে।

এর আগে, সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নায়ক ফারুকের লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এইচআর

Link copied!