Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বধু বেশে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদকঃ

বিনোদন প্রতিবেদকঃ

জুন ২২, ২০২৩, ০৭:২৪ পিএম


বধু বেশে অপু বিশ্বাস

রাজধানীর অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করলো রাতাজ ফ্যাশন বাংলাদেশ শাখা-এর নতুন শো-রুম । যমুনা ফিউচার পার্কের সেকেন্ড ফ্লোরে "২ডি,০০৬এ"  নম্বর শপে-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 
অনুষ্ঠানে অতিথি  উপস্থিত থেকে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 
এছাড়াও উপস্থিত ছিলেন রাতাজ ফ্যাশনের ফাউন্ডার ও সিইও  নাজিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান এবং মেকওভার আর্টিস্ট নাদিয়া আফরোজ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ব্রান্ড প্রমোটর বারিশ হক 
‘রাতাজ ফ্যাশনের’-এর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গ্রাহকদের জন্য সব প্রোডাক্টে ২০ শতাংশ বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাজিম উদ্দীন।

এসময় তিনি বলেন, রাতাজ ফ্যাশন বাংলাদেশের কাস্টমারদের কথা মাথায় রেখে যমুনা ফিউচার পার্কে তাদের দ্বিতীয় আউটলেট উদ্বোধন করেছে। এর আগে তারা দীর্ঘদিন পর্যন্ত দুবাইতে সফলভাবে ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু বাংলাদেশের অনেকে অর্ডার তারা পেয়ে থাকেন। তাই বাংলাদেশের মানুষের কাছে রাতাজ ফ্যাশনের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তাদের এই আউটলেট চালু করা হয়েছে।

সোহাগ/আরএস

Link copied!