Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

নৌকার প্রচারণায় কড়াইল বস্তিতে ফেরদৌস

মো. সোহাগ বিশ্বাস

মো. সোহাগ বিশ্বাস

জুলাই ১৩, ২০২৩, ০৮:৩১ পিএম


নৌকার প্রচারণায় কড়াইল বস্তিতে ফেরদৌস

নির্বাচনী প্রচারণা প্রায়ই শেষের দিকে। এই সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।  আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। নতুন করে নির্বাচন হতে যাচ্ছে এই আসনে। তফসিল অনুযায়ী, ভোট হবে ১৭ জুলাই। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেয়া হবে। পাশাপাশি ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।

এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থী আরাফাত প্রচারে নেমেছেন। নৌকার মাঝি হিসেবে তিনি ফারুকের উত্তরসুরী হতে চান। নির্বাচনে জয়ী হতে ব্যাপকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন। তারপক্ষে প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

বৃহস্পতিবার দেখা গেল, রাজধানীর কড়াইল বস্তিতে জনপ্রিয় এই শিল্পীদের। চিত্রনায়ক ফেরদৌসকে দেখা গেল বস্তিবাসীদের সঙ্গে খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলে নৌকার পক্ষের ভোট চাইছেন। ফেরদৌসকে পেয়ে বস্তিবাসীরাও খুব বেশি। অনেককেই দেখা গেল, ফেরদৌস ও তারিনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

Link copied!