জুলাই ২৭, ২০২৩, ০৬:২৮ পিএম
এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনায় ছিল ‘সুড়ঙ্গ’। মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও এর টিকিট নিয়ে দর্শকের মাঝে হাহাকার দেখা গেছে প্রেক্ষাগৃহে। দেশ ছাড়িয়ে প্রদর্শিত হচ্ছে কলকাতা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের বাইরেও সাড়া মিলছে সিনেমাটির।
এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফি যখন দারুণ আশাবাদী কথা বলছেন, সেই সময় অনলাইনে পাইরেসি হলো এটি। পুরো সিনেমাই ফাঁস হয়েছে অনলাইনে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনা মূল্যে। শুধু মুভি-সিরিজ ডাউন লোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ‘সুড়ঙ্গ’র অসংখ্য কপি। তবে এটা সরানোর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সে লক্ষ্যেই বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিবি কার্যালয়ে সিনেমার নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা, সিনেমাটির নির্মাতা রায়হান রাফীসহ ‘সুড়ঙ্গ’ টিম ডিবির কার্যালয়ে যান।
এসময় তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে ডিবিপ্রধান সাংবাদিকদের বলেন, `সত্যি এটা দুঃখ জনক। প্রযোজকসহ তারা সবাই মিলে সুন্দর একটি সিনেমা নির্মাণ করেছেন, বাংলাদেশের ৬৪ জেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শনী হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখেছে।`
হারুন বলেন, `গুটি কয়েক প্রতারক চক্র সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।`
‘যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড কারছে, তাদের কাছে অনুরোধ থাকবে এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। যারা এই অন্যায় করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন। না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ্য হবো।’ যুক্ত করনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান।
এর আগে নির্মাতা রায়হান রাফী জানান, কপিরাইট ক্লেইমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করা হয়েছে। তবে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে কিছু কপি। সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে।
আরএস