Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিয়ের পিঁড়িতে বসলেন তরুন মডেল অভিনয়শিল্পী মুবিনুল হক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৩, ০৬:৩৫ পিএম


বিয়ের পিঁড়িতে বসলেন তরুন মডেল অভিনয়শিল্পী মুবিনুল হক

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল অভিনেতা মুবিনুল হক। পরিবারের ভাই বোনের মধ্যে মুবিনুল হক বড় ছেলে। মুবিনুল হক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এম.বি.এ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। মুবিনুল হকের বাবা একজন প্রবাসী।

মুবিনুল হক সোমবার  দুপুরে শারমিন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শারমিন আকতার ছোট বেলা থেকেই ওমানে প্রবাস জীবন যাপনের মাধ্যমে বড় হয়েছেন। তার বাবা একজন ওমান প্রবাসী তাদের পরিবারের সবাই ওমানে থাকেন। শারমিন আক্তার ওমানের কলেজ থেকে এইচএসসি পাশ করেন বিজ্ঞান বিভাগ থেকে। তার পরিবার দেশে এসেছেন কয়েক মাস হলো।

শারমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে আর মুবিনুল হক চট্টগ্রাম এর রাউজান এলাকার ছেলে। তাদের দুজনের পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের অনুষ্ঠান চট্টগ্রামে আলমগীর কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়।

সবার দোয়া চেয়ে মুবিনুল হক বলেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ। সারাজীবন যেন আমরা একসাথে কাটাতে পারি সবার কাছে এই দোয়া কামনা করছি।‍‍`

সোহাগ/আরএস

Link copied!