Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নিউইয়র্কে মঞ্চস্থ হবে ‘দুই দুগুণে চার’ ও ‘ভালোবাসার সঙ্গীত সন্ধ্যা’

বাংলা প্রেস, নিউইয়র্ক

বাংলা প্রেস, নিউইয়র্ক

অক্টোবর ৮, ২০২৩, ১০:০৩ এএম


নিউইয়র্কে মঞ্চস্থ হবে ‘দুই দুগুণে চার’ ও ‘ভালোবাসার সঙ্গীত সন্ধ্যা’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে নাটক ‘দুই দুগুণে চার’ ও সঙ্গীতানুষ্ঠান ‘ভালবাসার সন্ধ্যা’। নিউইয়র্কের কুইন্স প্যালেসের মিলনায়তনে অনুষ্ঠিতব্য নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক এইচ অ্যান্ড এম প্রডাকশন ও ফাউমার সিইও ফাহাদ সোলায়মান। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

নাট্যকার ও অভিনেত্রী জিনাত হাকিমের লেখা ও পরিচালনায় ‘দুই দুগুণে চার’ নাটকটি এর আগে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মঞ্চস্থ হয়েছে। এবারে নিউইয়র্ক প্রবাসীদের জন্য মঞ্চস্থ করা হচ্ছে এ নাটক। এতে অভিনয় করবেন মির্জা নুর, নাজাহ, তারিন জাহান, জিনাত হাকিম, আজিজুল হাকিম, রিচি সোলায়মান, অলিক, লায়লা হাসান ও কামাল।

নাটকের আগে একটি ভালবাসার সন্ধ্যা নামক সঙ্গীতানুষ্ঠানে গাইবেন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও প্রবাসের জনপ্রিয় শিল্পী ত্রিনিয়া হাসান।

১০ ডলারের দর্শনীর বিনিময়ে একসঙ্গে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান দু’টি। অনুষ্ঠান দু’টি উপস্থানা করবেন ফাতেমা প্রিসিলা ও মিয়া দুলাল।

এআরএস

Link copied!