বিনোদন প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৩, ০৮:৪৮ পিএম
বিনোদন প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৩, ০৮:৪৮ পিএম
`সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড`-এ শ্রেষ্ঠ গীতিকার হিসাবে ভূষিত হলেন গীতিকার মাহমুদ মুরাদ। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন কিংবদন্তী কন্ঠশিল্পী খুরশীদ আলম
এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ ও সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ প্রসঙ্গে গীতিকার মাহমুদ মুরাদ বলেন, `চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩ এ বিষয় ভিত্তিক গানের ক্যাটেগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরষ্কার প্রাপ্তি সংগীত জীবনে একটি অনন্য স্বীকৃতি। ধন্যবাদ সানসিল্ক এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। ধন্যবাদ `জন্মভূমি মা` গানের সুরকার ও সংগীত আয়োজক শাহরিয়ার আলম মার্সেল, গানের কন্ঠশিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, বেলাল খান, আতিয়া আনিশা, অবন্তী সিঁথি, নির্ঝর চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে। আমার গান যারা ভালোবাসেন সকল শ্রোতা এবং নেপথ্যে যাদের দোয়া ও শুভকামনা ছিল সকলের প্রতি নিরন্তর ভালোবাসা।`
উল্লেখ্য, এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ৩টি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মাহবুবা রহমান, শবনম মুশতারী ও ব্যান্ড-এফ মাইনর।
আরএস