Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মিম অভিনীত ‘মানুষ’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৩, ১০:৪১ এএম


মিম অভিনীত ‘মানুষ’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে আজ

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ‘মানুষ’ ছবিটি আজ শুক্রবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

গত মাসে মানুষ ভারতের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে বাংলা ভাষায় ১১৮টি ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল। তিন মাসের কম সময়ে আবার প্রেক্ষাগৃহে আসছে মিমের নতুন ছবি। মিম দারুণ খুশি। ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ কর্মকর্তা। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রেরও ভিন্নতা রয়েছে’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন মিম।

এই অভিনেত্রী জানিয়েছেন, দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন। তাঁর ভাষ্য, ‘বলিউডসহ সারা দুনিয়ার চলচ্চিত্রে তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। তা ছাড়া মানুষ–এর গল্পটিও খুব মনে ধরেছে। আমার চরিত্রটাও দুর্দান্ত।’

‘মানুষ’ সিনেমায় মিম ও জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

এআরএস

Link copied!