Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পুনম পাণ্ডে আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০২:৫৯ পিএম


পুনম পাণ্ডে আর নেই

মুম্বাইয়ের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই। ভারতের উত্তর প্রদেশে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ম্যানেজার পারুল চাওলা।

এরআগে, অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে যা দেখে হতবাক সবাই! সেখানে জানানো হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। একাধিক ভারতীয় প্রতিবেদনেও উঠে এসেছে অভিনেত্রীর মৃত্যুর সংবাদ।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে পারুল চাওলা বলেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যান্সারে ধরা পড়েছিল এবং এটি শেষ ধাপে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ বাড়িতে ছিলেন। তার শেষকৃত্য সেখানেই অনুষ্ঠিত হবে। ’

এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করছেন অসংখ্য ভক্ত। এতো কম বয়সে (৩২ বছর) এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও। কয়েক সপ্তাহ আগে, পুনম পাণ্ডে হঠাৎ করে মালদ্বীপের একটি শুটিং বাতিল করে শিরোনামে এসেছিলেন।

২০১৩ সালে ‘নেশা’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা জুটে যায় তার।

টিভিতে অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ।
তারও আগে‘খাতরো কা খিলাড়ি’তেও অংশ নিয়ে ছিলেন তিনি।

/বিউ

Link copied!