Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অচেতন হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৪:২২ পিএম


অচেতন হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ফারিয়া এখনও সেখানেই চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।

ফারিয়ার মা জানান, ‘ফারিয়া গত ক’দিন ধরেই  গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। গতকাল  থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। আজ  হঠাৎ করে  অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।’

তার মেয়ের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, ‌‘ফারিয়া এখন সুস্থ। রাতেই জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।’

আলোচিত চিত্র নায়িকা ফারিয়া ঢালিউডের পাশাপাশি টালিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘বস-২’, ‘আশিকি’,  ‘বিবাহ অভিযান’ অন্যতম। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তার এ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়েছে সারাবিশ্বে।

বিআরইউ

Link copied!