মার্চ ৬, ২০২৪, ০৫:২৮ পিএম
ভারতের জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিতে ভিকি কৌশলের সঙ্গে অনুষ্ঠানে এসে দর্শকদের নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ। তবে সেখান থেকে ফেরার পথের একটি ছবিই ভক্তদের ভিন্ন বার্তা দেয়। গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন ক্যাটরিনা।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, সদ্য তাকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাহেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি। তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ফ্রেমে।
ঢিলে ঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি তারা।
ক্যাটরিনার মা হওয়ার খবরের যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা উড়িয়ে দিতে নারাজ একশ্রেণি। তাদের স্পষ্ট অনুমান কিছুদিনের মধ্যেই এই জুটি সুখবর শেয়ার করে নেবেন। যদিও সময় বলে দিবে সত্যিই জননী হচ্ছেন ক্যাটরিনা।
বিআরইউ