Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘ক্রু’র ট্রেলারে চমক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০২:২৬ পিএম


‘ক্রু’র ট্রেলারে চমক
ছবি: সংগৃহিত

বলিউডে বহুপ্রতীক্ষিত সিনেমা ক্রু। সিনেমাটির প্রচারিত ট্রেলার  চমক দেখিয়েছেন তিন অভিনেত্রী। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। কমেডি ধাঁচের সিনেমাটির ট্রেলারেই নজর কাড়লেন জনপ্রিয় এই তিন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ১৬ মার্চ মুক্তি পেল ক্রু সিনেমার ট্রেলার। কমেডি ঘরানার এ সিনেমাতে কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবুকে দেখা যাবে বিমানসেবিকা হিসেবে। আর তারা যে সংস্থার বিমানসেবিকা সেই সংস্থার কর্ণধার হলেন শাশ্বত চট্টোপাধ্যায়।

শনিবার (১৬ মার্চ) সিনেমার ট্রেলার পোস্ট করে কারিনা কাপুর লেখেন, তৈরি হন! আমাদের ক্রু আপনাকে সাংঘাতিক সফরে নিয়ে যেতে তৈরি।

সিনেমাটি বালাজি টেলিফিল্মস ও অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক প্রযোজিত। পরিচালনা করেছেন প্রতিভাবান পরিচালক রাজেশ এ কৃষ্ণণ।

এআরএস

Link copied!