Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেসবুক পেজ উদ্ধারে কাজ চলছে: হিরো আলম

মোস্তফা কাইয়ুম, ঢাকা

মোস্তফা কাইয়ুম, ঢাকা

মার্চ ৩১, ২০২৪, ০৩:০৪ পিএম


ফেসবুক পেজ উদ্ধারে কাজ চলছে: হিরো আলম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে জানা গেছে। এদিকে হ্যাক হওয়ার পর পেজটি থেকে কয়েকটি অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে।

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে বিষয়টি আমার সংবাদকে নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।

হিরো আলম আমার সংবাদকে জানান, হ্যাকিংয়ের পর পেজটি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে লেখা, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। আর প্রোফাইল পিকচার পরিবর্তন করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেয়া হয়েছে।

এদিকে হ্যাকাররা পেজের কাভার ফটো পরিবর্তন করে অশ্লীল একটি ছবি প্রকাশ করে। তবে কমিউনিটি গাইডলাইনের আওতায় ছবিটি সম্ভবত ফেসবুক সরিয়ে দিয়েছে।

হিরো আলম আমার সংবাদকে জানান, তার ফেসবুক আইডি এবং ভেরিফায়েড পেজ হ্যাক হয়েছে। এগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে তার টিম কাজ করছে।

হিরো আলম বলেন, আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে

তিনি আরও জানান, দেশের বাইরে থাকায় কোনো আইনি ব্যবস্থা এখনো নিতে পারেননি। তবে বিষয়টি তিনি ডিবিপ্রধান হারুন অর রশিদকে জানিয়েছেন।

এমকে/ইএইচ

Link copied!