Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কামাল আহমেদ ও রুমানা ইসলাম এর “ব্লুজ লাভ” প্রকাশিত হবে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২৪, ০৩:১৩ পিএম


কামাল আহমেদ ও রুমানা ইসলাম এর “ব্লুজ লাভ” প্রকাশিত হবে

ঈদ উল ফিতর ২০২৪ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও রুমানা ইসলাম এর মিউজিক ভিডিও “ব্লুজ লাভ” প্রকাশিত হবে। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে। 

মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- বায়জীদ খুরশীদ রিয়াজ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- ইবনে রাজন, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন। এটি একটি “ব্লুজ” ধারার সঙ্গীত কর্ম। এই গানটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। 

ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”। ডিজিটাল সাপোর্টার হিসেবে কাজ করেছে ভারজডসফট লিমিটেড। সঙ্গীত শিল্পী কামাল আহমেদ  একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন। 

সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে ঋদ্ধ হয়েছেন । সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

আরএস

Link copied!