Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২৪, ১২:৪৫ এএম


ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

লায়লা আখতারের করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আখতার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আইনি পদক্ষেপ হিসেবে আদালত থেকে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ প্রিন্স মামুন তখন বলেন, গত ডিসেম্বরে মাঝরাতে লায়লা ও আমার দু’জনার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তখন উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে। যা পরবর্তীতে মামলায় গড়ায়। বিষয়টি এখন আইনিভাবে মোকাবিলা করব আমি।

ইএইচ

Link copied!