community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ জুন, ২০২৪,

ডিগবাজি দিতে গিয়ে মারাত্মক আহত জায়েদ খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ২৬, ২০২৪, ০৩:২৯ পিএম


ডিগবাজি দিতে গিয়ে মারাত্মক আহত জায়েদ খান

বিভিন্ন সময়ে অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।

তবে ডিগবাজির সুবাদে বেশ আলোচনার জন্ম দেন জায়েদ খান। একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় তাকে ডিগবাজি দিতে দেখা গেছে।

সম্প্রতি দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন জায়েদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন। দ্বিতীয় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎ কোমরে ব্যথা পান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে।

এ সময় তিনি বলেন, যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে, দুবাই শহরেও পারে, চাঁদের শহরেও পারে।

ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি ডিগবাজি মারতে গিয়ে এ অবস্থা।

ইএইচ

Link copied!