Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

অপু বিশ্বাসকে মানসিক রোগী বললেন বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৩, ২০২৪, ০৬:১০ পিএম


অপু বিশ্বাসকে মানসিক রোগী বললেন বুবলী

আবারও কথার লড়াইয়ে জড়ালেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদমাধ্যমে একটি বক্তব্য দেন বুবলী।

যেই বক্তব্যে টেনে বুবলীকে খোঁচা দেন নায়িকা অপু বিশ্বাস। সরাসরি দাবি করেন, যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সখ্যতা বেশি বুবলী। অপুর এই বক্তব্যের বিরোধীতা করেছেন বুবলী।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন,  ‘উনি (অপু বিশ্বাস) নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।’

অপু দাবি করেন, শাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলী। যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।’

বুবলী বলেন, ‘হাস্যকর হচ্ছে, তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা মুখে বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না। এই বুবলী নাম নিতে নিতেই মানসিক রোগী হয়ে গেছেন। হোক সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক না কেন, তার মুখে শুধু বুবলী আর বুবলী। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন একটু ভাইরাল হয় উনি।’

এর আগে বুবলী বলেছেন, তার স্বামী শাকিব খানকে নিয়ে যারা আজেবাজে কথা বলেন, অসম্মান করেন, তাদেরকে তিনি এড়িয়ে চলেন। যে কারণে প্রযোজক মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমা থেকে সরে এসেছেন।

বুবলীর এমন বক্তব্যের পর হাসির প্রতিক্রিয়া জানান অপু। নায়িকাকে খোঁচা দিয়েই ‘অট্টহাসি’তে ফেঁটে পড়তে দেখা যায় অপুকে। বুবলীর মন্তব্যকে ‘দূর্বল গেম প্ল্যান’ হিসেবে দাবি করেন তিনি।

যেখানে অপু টেনে এনেছেন পূর্বের ঘটনা। এই নায়িকার ভাষায়, যখন ‘প্রিয়তমা’র প্রচারের সময় অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’

এরপর অপু বলেন, বলেন, ‘নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে, শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’

আরএস

Link copied!