Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা অভিনেত্রী চমকের

বিনোদন ডেস্ক

জুলাই ১৮, ২০২৪, ১২:১৩ পিএম


আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা অভিনেত্রী চমকের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তার ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার কথা জানান তিনি।

ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্ট চমক লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে? কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কি না জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’

অভিনেত্রী চমক ছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে পক্ষে কথা বলছেন ঢাকা ও কলকাতার অনেক শিল্পীরা। 

বিআরইউ

Link copied!