Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ২৭, ২০২৪, ০৩:৫১ পিএম


পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

ঢাকাই সিনেমার ব্যস্ত নায়ক শাকিব খান। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিচ্ছেন তিনি। সর্বশেষ ‘তুফান’ সিনেমা মুক্তি পায় শাকিব খানের। সিনেমাটি মুক্তর পর থেকেই প্রশংসা পাচ্ছেন শাকিব খান। দেশের ১৬টি দেশে মুক্তি ‘তুফান’ পেয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানে শাকিব খানকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শাকিব খান।  

ঢাকাই নায়কের কাছে জানতে চাওয়া হয়, যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে? জবাবে শাকিব বলেন, এখন আমি পরিকল্পনা করছি, পাকিস্তানে সিনেমা মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লেজেন্ড, বাংলাদেশেও লেজেন্ড। নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের সিনেমাতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। আমরা আবারও পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে সিনেমা মুক্তি দেয়া যায়।

এরপর পাকিস্তানে যাওয়া এবং সেখানকার শিল্পদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে। তাদেরও বাংলাদেশে আসতে হবে। আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।

গত ১৬ জুলাই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব। এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে তাকে দেয়া হয় ভিসা। 

আরএস

Link copied!