Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবশেষে শিল্পকলার পদ ছাড়লেন লাকী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৪, ০৪:১৪ পিএম


অবশেষে শিল্পকলার পদ ছাড়লেন লাকী

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ আঁকড়ে ছিলেন অভিনেতা লিয়াকত আলী লাকী। অবশেষে সরকার পতনের পর পরিবর্তনের ধাক্কায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লাকী।

সোমবার লাকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ

সংবাদমাধ্যমে সালাহউদ্দিন বলেন, আমি মন্ত্রণালয়ে এসেছি। এখানে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন লিয়াকত আলী লাকী।
রোববার (১১ আগস্ট) দুপুরে অনুগত কয়েক কর্মকর্তা নিয়ে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন। এতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্ষুব্ধ হন এবং তাদের ধাওয়া করেন। স্লোগান তোলেন লাকীর পদত্যাগের।

এ কারণে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপরই আজ সোমবার (১২ আগস্ট) হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০১১ সালের ৭ এপ্রিল থেকে দায়িত্ব পালন করা লাকীর বিরুদ্ধে রয়েছে অসংখ্য দুর্নীতির অভিযোগ। 

আরএস

Link copied!