Amar Sangbad
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪,

প্রেমিককেই বিয়ে করলেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১১, ২০২৪, ০৯:৩৫ পিএম


প্রেমিককেই বিয়ে করলেন শিরিন শিলা

ছয় বছরের প্রেমের সম্পর্কের পর সেই প্রেমিককেই বিয়ে করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

রাজধানীর প্রগতি সরণির একটি স্টুডিওতে বুধবার শিরিন শিলার গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা গণমাধ্যমকে বলেন, ‘ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।’

সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে অভিনেত্রী বলেন, ‘একটা মজার স্মৃতি আছে আমাদের। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।’

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

আরএস

Link copied!