Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৪, ১২:২৩ এএম


অজ্ঞাত স্থান থেকে গান শোনালেন মমতাজ

অজ্ঞাত স্থান থেকে ভক্তদের গান শোনালেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে হাজির হন সাবেক এই এমপি।

ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন- সে বিষয়ে কিছু জানাননি তিনি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন।

এদিকে দীর্ঘদিন পর মমতাজকে ফেসবুকে আবিষ্কার করে ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। অবশ্য এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। পোস্টে দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন।

ইএইচ

Link copied!