বিনোদন প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫, ১২:৫২ পিএম
বিনোদন প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫, ১২:৫২ পিএম
অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ আজ দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেয়া হবে। সেখানে ভক্ত ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।
এরপর তেজগাঁওয়ে বেসরকারি একটি টেলিভিশনে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা।
জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি এ অভিনেতাকে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে রোববার (৫ জানুয়ারি) রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
প্রবীর মিত্র তার প্রেমিকা অজন্তাকে বিয়ে করেন। বিয়ে করার সময় তিনি হিন্দুধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এরপর থেকে তিনি এই ধর্মেই আছেন। অজন্তা ২০০০ সালে মৃত্যুবরণ করেন।
এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে, তারা হলেন- মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম।
ইএইচ