বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:২৩ পিএম
বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:২৩ পিএম
অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতা সাইফ আলি খানকে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তরা হামলা চালায় সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাকে। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুদিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।
সাইফ আলি খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে বৃস্পতিবার দুপুরে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ‘সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপদমুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকরা সব সময় নজর রাখছেন। পরিবারের সব সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’
ইতিমধ্যে এ ঘটনায় মুম্বাই পুলিশ সাইফের বাড়ির কয়েকজন কর্মীকে আটক করেছে। আনন্দবাজার বলছে, আটক ব্যক্তিরা বাড়ির মেঝে পরিচর্যা করেন। এর আগে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন তারা। তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফটম্যান ও একজন নিরাপত্তারক্ষী। ১৫ জনের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করছেন মুম্বাই পুলিশ।
সাইফের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগে গোটা বি-টাউন। সাইফের মতো তারকার বাড়িতে দুষ্কৃতকারীরা কীভাবে ঢুকে হামলা চালাতে পারে সে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মুম্বাইয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
আরএস