Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫,

কী কারণে মারা গেলেন শাহবাজ সানী?

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:৫৪ পিএম


কী কারণে মারা গেলেন শাহবাজ সানী?

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে।

জানা গেছে, অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। তরুণ এই অভিনেতার অকাল মৃত্যু শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পেজে এক শোকবার্তায় লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু তার ফেসবুকে লেখেন, “জীবন কত ছোটো। সানির বাবা-মা সন্তানের লাশ বহন করবেন কীভাবে।”

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু তার ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে জানান, “আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

এ বিষয়ে নির্মাতা হাসিব হোসাইন রাখি তার ফেসবুকে লেখেন, “আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।”

শাহবাজ সানী নাট্য নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন। তারপর থেকে তিনি ছোট পর্দায় নিয়মিত মুখ হয়ে ওঠেন। চরিত্রাভিনেতা হিসেবে তার পথচলা শুরু হলেও পরে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’ ইত্যাদি।

ইএইচ

Link copied!