Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৪, ২০২২, ০৮:০৩ পিএম


আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে

আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে: বিএসএমএমইউ  উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের বিভাগটির শ্রেণিকক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিভাগে নতুন ভর্তি ১৬ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিভাগটির সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টশনও প্রদান করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ যত কম হবে দেশের মানুষ তত অর্থনৈতিকভাবে বেশী ভাল থাকবে। রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে  উৎপাদনশীলতা কমে যাবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে। এজন্য আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশী নজর দিতে  হবে। এ কাজে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী  ভূমিকা পালন করবে।

তিনি বলেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্যখাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরণের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যাচ্ছে আমাদের মত দেশে পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগের গুরুত্ব অধিকতর হচ্ছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে পাবলিক হেলথের গুরত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গবেষণার দিকে বিশেষ জোর দিয়েছেন। সেক্ষেত্রে জনস্বাস্থ্যবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক  ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক ডা. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

এদিকে আজ রোববার সকালে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রথমবারের মতো চতুর্থ শ্রেণি নির্বাচন ২০২২ উদ্বোধন করেন।


ইএফ

Link copied!