Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৭ রোগী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১, ২০২২, ০৫:১৩ পিএম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৭ রোগী

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের ২১ জন। নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

সোমবার (১ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৬ জন এবং ঢাকার বাইরে ২১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৬৭ জন এবং ঢাকার বাইরে ৭৭ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১ লা আগস্ট  পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ২ হাজার ৩৯৩ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

ইএফ

Link copied!