Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২২, ১১:৪৯ এএম


বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৭৪৫ জন। একইসময়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। একদিনে সুস্থ হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ১০০ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪৪৪ জন এবং মারা গেছে ১৪৮ জন। এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছে ৬৬ জন। 

ফ্রান্সে ৫৩ জন, রাশিয়ায় ৬১ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

টিএইচ

Link copied!