Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ১০:১৮ এএম


বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে এক হাজার ৩৭৪ জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছেন চার লাখ ৯২ হাজার ১৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন লাখ ৩১ হাজার ২৭ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৩৯ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৩৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ২৫৩ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১২০ জনের এং আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৬২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ৩৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ৬৫ হাজার ৯০০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৮০ হাজার ৫৩৭ জন।

টিএইচ

Link copied!