Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

করোনায় আরও ৬৫ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

মে ২১, ২০২৩, ১০:৩০ এএম


করোনায় আরও ৬৫ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৪ জন।

রোববার (২১ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। দেশ দুটিতে ১৩ জন করে মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন এবং মারা গেছেন ৪ জন। মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৫৩২ জন এবং মারা গেছেন ১২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৭২ এবং ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৮৬১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৯ হাজার ৯১৮ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১২ লাখ ৮১ হাজার ৬৯৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।

এইচআর

Link copied!