Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

করোনায় আরও ১২৫ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুন ১৩, ২০২৩, ১০:৫০ এএম


করোনায় আরও ১২৫ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫২ জন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৯ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৭০৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫৮১ জন এবং মারা গেছেন ১১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ২৯ জন এবং মারা গেছেন ৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১১৭ জন বং মারা গেছেন ৫ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৯৬৩ জন এবং মারা গেছেন ২৪ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ২ লাখ ৯৫ হাজার ১৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯০ হাজার ৫৯৭ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৮২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

এইচআর

Link copied!