জুলাই ১৯, ২০২৩, ০৭:৩৩ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকদের রিসার্চ গ্রান্ট (গবেষণা মঞ্জুরী) প্রদান প্রদান করা হয়েছে।
আজ শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে ৭৮ জন শিক্ষক, চিকিৎসককে এই রিসার্চ গ্রান্ট প্রদান করা হয়। ২০২২-২০২৩ অর্থ বছরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকদের ৪০ শতাংশ রিসার্চ গ্রান্ট হিসাবে মোট ২৫ লাখ ৮৬ হাজার টাকা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শিক্ষক, চিকিৎসকদের হাতে রিসার্চ গ্রান্ট এর চেক তুলে দেন।
এসময় সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচআর