Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৭৯৪ রোগী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৬, ২০২৩, ০৯:৫৬ পিএম


ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৭৯৪ রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (০৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৯৪ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৭৭ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ওই অধিদপ্তর আরো জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১ হাজার ৮০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরএস

Link copied!