Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ৯৫৯ রোগী

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৪০ পিএম


ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ৯৫৯ রোগী

দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহাণী ঘটেছে জ্বরটিতে। এর মধ্যে ঢাকায় ১ জন এবং ঢাকার বাইরে ৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬১০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৩১ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৭৯ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৬৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০১ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫৮ জন।

আরএস

Link copied!