Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আরও ৪২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২৪, ০৬:৫৬ পিএম


আরও ৪২ জনের করোনা শনাক্ত

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪২ জন। বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৯৬ টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়।এসময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮২ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ১৫০ জন।

এইচআর

Link copied!