নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০২:৩৫ পিএম
দেশের বাইরে যেখানে ১৫ থেকে ২০ লক্ষ টাকায় লাগে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে খরচ হয় সেখানে আমাদের দেশে পাঁচ লক্ষ টাকায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টিতে হেমাটোলজি বিভাগে প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষ কিছু হলেই বিদেশে চিকিৎসা নিতে যায়।বিদেশমুখী চিকিৎসা কমাতে আমাদের এখানেই এখন উন্নত সব চিকিৎসা হয়।কিডনি ট্রান্সপ্লান্ট,লিভার ট্রান্সপ্লান্ট,কর্ণিয়া ট্রান্সপ্লান্ট ও সবশেষ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব চিকিৎসা বিদেশে নিতে গেলে যেখানে ১৫ থেকে ২০ লক্ষ টাকা প্রয়োজন। সেখানে এসব চিকিৎসা দেশে এখন সাধ্যের মধ্যে করা হচ্ছে। আমাদের চিকিৎসাকরা খুবই পরিশ্রমী ও মেধাবী।দেশের টাকা দেশেই রাখতে আমাদের দেশেই উন্নত চিকিৎসা দিতে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে অঙ্গ সংযোজন আইন সহজ করা গেলে আমাদের এখানে অঙ্গ দানে চিকিৎসা পদ্ধতি আরও অগ্রসর হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়টির হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: সালা্হউদ্দিন শাহ্।
/বিআরইউ