Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

করোনায় আরও ৩৩ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৫:১০ পিএম


করোনায় আরও ৩৩ জন শনাক্ত

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায়
শনাক্ত হয়েছেন আরও ৩৩ জন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৭৫ টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৯৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৩ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৪৪০ জন।

এইচআর

Link copied!