Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

করোনায় আরও ৩৬ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৫:৪৪ পিএম


করোনায় আরও ৩৬ জন শনাক্ত
প্রতীকী ছবি

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৯০টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৩ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৫২৩ জন।

সাহিদুল/ইএইচ

Link copied!