Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা মেডিকেল এলাকায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০১:৩৮ পিএম


ঢাকা মেডিকেল এলাকায় উচ্ছেদ অভিযান
ছবি: আমার সংবাদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টা নাগাদ এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও আমতলা এলাকায় ফুটপাতে গড়ে উঠা প্রায় ৫০ টি দোকান ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ স্থাপনা বলে কিছু থাকবে না। ফুটপাত দখল করে কোনো দোকানপাট করা যাবে না।মেয়র মহোদয়ের নির্দেশে যানজট মুক্ত ঢাকা মানুষকে উপহার দিতে ফুটপাত দখল করে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।


বিআরইউ

Link copied!