Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪, ০৭:০৬ পিএম


ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১১জন আক্রান্ত হয়েছেন। রোববার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ৭ জন নারী।চলতি বছর এ পর্যন্ত মোট ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।চলতি বছরের ২৪মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১১ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরএস

Link copied!