Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রোগীদের কাছে আমরা দায়বদ্ধ: বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২৪, ০৭:০৬ পিএম


রোগীদের কাছে আমরা দায়বদ্ধ: বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক  বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সবাইকে দক্ষতা অর্জন করতে হবে এবং জবাবদিহিতার আওতায় থাকতে হবে। সব সময় মনে রাখতে হবে, আমরা রোগীদের কাছে দায়বদ্ধ।

বলেন, রোগীদেরকে সহজে, সুলভে বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে হবে। এর জন্য যা যা করণীয় তা করতে হবে। পদ্ধতি, বিন্যাস, বিস্তৃতির ক্ষেত্রে নজর দিতে হবে। প্রতিটি বিভাগে নিজস্ব প্রতিশ্রুতি লিখিতভাবে ডিসপ্লের ব্যবস্থা করতে হবে। এক কথায় রোগীরা যাতে সহজেই এখান থেকে চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন সে দিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। তাহলেই এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ‘সিটিজেন চার্টার প্রণয়ন, বাস্তবায়ন ও হালনাগাদকরণ, শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।

স্বাগত বক্তব্য দেন- আইকিউএসি এর পরিচালক ও এপিএ এর সভাপতি অধ্যাপক ডা. জেসমিন বানু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ সমন্বয়ক ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!