Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৪, ০৭:৩৬ পিএম


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪, মৃত্যু ১

দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এ পর্যন্ত মোট ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।চলতি বছরের ৫ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৮৪ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরএস

Link copied!