Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কপালে সাপের কামড় থাকলে কামড়াবেই বললেন বিএসএমএমইউর ভিসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৪, ০৮:৫৩ পিএম


কপালে সাপের কামড় থাকলে কামড়াবেই বললেন বিএসএমএমইউর ভিসি

কপালে যদি সাপের কামড় থাকে, কাটবেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ নূরুল হক।

বলেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত মিডিয়ার বদৌলতে। অ্যান্টিভেনম রেডি রাখতে হাসপাতালকে বলেছি।

বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, সাপে কাটা কেউ হাসপাতালে এসে মারা গেলে দায়ভার আমাদের। তবে হাসপাতালে দেরিতে আসা ও অপচিকিৎসা সাপে কাটায় মৃত্যুর বড় কারণ।

স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ডাকার মাধ্যমে বিপদ ডেকে আনছি আমরা। সাপের বিরুদ্ধে বিপ্লব না করে যথাযথ চিকিৎসা দিতে হবে। জোরে বা মাটিতে কম্পন করে হাঁটলে সাপ দূরে চলে যাবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!