নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪, ০৯:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৪, ০৯:২৯ পিএম
সর্বাধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে ঢাকার কাকরাইলে প্রতিষ্ঠিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে সোমবার (১১ নভেম্বর) 3 Tesla MRI এর উদ্বোধন করা হয়।
হাসপাতালের ম্যানেজার অপারেশন জনাব মো. রবিউল আউয়াল এর ব্যবস্থাপনা এবং ডিজিএম জনাব কাজী মো. শাহে আলম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা স্পেশালাইজড হসপিটাল এর চেয়ারম্যান প্রফেসর ড. শেখ হাসিবুল মাজীদ।
হাসপাতালের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট নিউরো সার্জন ডা. শামসুল আলম এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিকিৎসাবীদ বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সাবেরা খাতুন ।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মিজানুর রহমান, ডা. তাজল ইসলাম রবি,বিশিষ্ট নিউরো সার্জন ডা. মো. মাহফুজুর রহমান,ডাক্তার মো. সুজন শরীফ ,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. নাহিদুজ্জামান সাজ্জাদসহ অনেকে।
বক্তারা এমআরআই মেশিন সংস্থাপনে অরোরা স্পেশালাইজড হসপিটালের সার্ভিসকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশ্বাস ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালের কনসালটেন্ট, শেয়ার হোল্ডার, ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস