Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৪৪৪ জন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:২৫ পিএম


ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু,  হাসপাতালে ৪৪৪ জন

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৬ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ২ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

আরএস

Link copied!