নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৪২ পিএম
নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর শাহবাগ ছেড়ে দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
রোববার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।
এ সময় চিকিৎসকরা বলেন, ‘সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউর বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। এরপর ১১টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টাকে জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাইয়ে ৫০ হাজার টাকা বাড়ানো দাবি করবেন। পাশাপাশি কর্মবিরতি অব্যাহতি থাকবে।’
এর আগে দুপুর ১১টায় ৩০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার দাবিতে শাহবাগে সড়কে অবস্থান করছেন। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুপুরের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুরের হেয়ার রোডের বাসায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল হক শাকিল, এনডিএফের সহসভাপতি অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু এবং আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ডা. জাবির হোসেন, ডা. নুরন্নবী ও ডা. ইমরান শিকদার।
বৈঠক শেষে এনডিএফ নেতা আতিয়ার রহমান বলেন, ‘তাদের ভাতা বাড়ানোর একটা দাবি ছিল। বৈঠকে অধ্যাপক সায়েদুর স্যার সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছেন।’
ওই বৈঠক থেকে শাহবাগে এসে সিদ্ধান্তের কথা জানান সমন্বয়ক ডা. মো. নুরুন্নবী। এ সময় আন্দোলনকারীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ইএইচ