Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

সিরিয়ার জন্য সীমান্ত খুলে দিচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০১৯, ০৭:৩৪ এএম


সিরিয়ার জন্য সীমান্ত খুলে দিচ্ছে ইরাক

আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরাক-সিরিয়া মধ্যবর্তী কাইম সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদী।

স্টেট নিউজ এজেন্সি (আইএনএ) এর তথ্য মতে, পুনরায় সীমান্ত খুলে দেওয়ার এ সিদ্ধান্তের মাধ্যমে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ইরাকের সীমান্ত সংস্থা প্রধান জানান, সীমান্ত খোলা হবে পর্যটক এবং বাণিজ্য সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য।

বাগদাদ হতে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কায়িমের সীমান্তবর্তী পশ্চিম আনবার প্রদেশ ২০১৭ সালে ইসলামিক স্টেট হতে পুনঃদখল করে ইরাক। যার মাধ্যমে ইরাকে আইএস এর শেষ দূর্গের পতন ঘটে।

অপরপাশে সিরিয়ার সীমান্তবর্তী আলবু কামাল শহরও একসময় আইএস এর ঘাটি ছিল। কাইম সীমান্তটি খুবই স্পর্শকাতর ছিল যা আগে শুধুমাত্র সরকার এবং সেনাহিনীর গাড়ি পারাপারে ব্যবহৃত হতো।

আইএস ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার কিছু জায়গা দখল করে তাতে খলিফার শসন ঘোষণা করে। ২০১৭ সালে ইরাক তাদের (আইএস) বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা দেয়। চলতি বছরের শুরুর দিকে সিরিয়াতেও আইএস এর শেষ দূর্গের পতন ঘটে।

সম্প্রতি ইরাক সরকার আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা তোলে যা ২০১১ সালে তাদের গৃহযুদ্ধের কারণে বাতিল করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

এমএমটি/আরআর