আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৬, ২০২১, ০৫:৪৫ এএম
২০ বছর পর আবারও তালেবানের দখলে আফগানিস্তান। অনেকটা বিনা রক্তপাতেই তারা রোববার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে। কাতারভিত্তিক নিউজ চ্যানেল আলজাযিরায় রোববার রাতে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের অভ্যন্তরে দরবার হলে সশস্ত্র তালেবান সদস্যরা টহল দিচ্ছে।
এর আগে বিকেলেই পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তাজিকিস্তানে পৌঁছে দাবি করেন, রক্তপাত এড়াতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। কোনো কোনো গণমাধ্যম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহরও দেশত্যাগের খবর দিয়েছে।
এর আগে তালেবান এক বিবৃতিতে ঘোষণা করে, তারা বলপ্রয়োগ করে কাবুলে প্রবেশ করতে চায় না। কিন্তু এর কয়েক ঘণ্টা পর তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান ত্যাগ করার পর তালেবান সদস্যদের কাবুলে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার শেষ বেলায় তালেবান সদস্যরা চারদিক দিয়ে কাবুলে ঢুকে পড়ে।
এদিকে, প্রেসিডেন্ট গনি দেশত্যাগ করলেও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান ও তালেবানের সঙ্গে আলোচনায় নেতৃত্বদানকারী আফগান সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আব্দুল্লাহ ও হেজবে ইসলামির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার কাবুলেই অবস্থান করছেন।
হামিদ কারজাই’র দপ্তর থেকে বলা হয়েছে, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। ওই দপ্তর বলেছে, হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ ও গুলবুদ্দিন হেকমতিয়ারকে নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করার পর খুব সম্ভবত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জালালি অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুস সাত্তার মিরজাকওয়াল দেশটির রাজধানী কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি করার কথা ঘোষণা করেছেন। তিনি গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, নগরীতে চুরি, ডাকাতি ও লুটতরাজ এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে এবং রাত ৯টার পর যাকেই রাস্তায় দেখা যাবে তাকে চোর-ডাকাত বলে গণ্য করা হবে।
আমারসংবাদ/এমএস